What is freelancing?
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDvYn9OUzVwnMWxAULpworvBTOvzx3cxWrUORxNNTXXJpkZlfdddLt4e-t3g1vRdJLVoUBPOmEmP3UdMP-GUth-JdCZ2ffy9TxXyUfNF680QSOuLKahJFh6CFZaGR25_2zSRz7oXXtMtkd/w524-h273/Black+and+Yellow+Dynamic+Frames+Community+Protest+Crisis+Hub+Facebook+Post+%25281%2529.jpg)
ফ্রিল্যান্সিং কি? – What is Freelancing in Bangla? ফ্রিল্যান্সিং মানে মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে নিজের মত স্বাধীনভাবে কাজ করা। বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটি দ্বারা কন্ট্রাক্ট-ভিত্তিক কাজকে বোঝানো হয়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তি নিজেই তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোনো একটি সার্ভিস প্রদান করে থাকেন ফিল্যান্সিং করতে কি কি প্রয়োজন? ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন – এটা নিয়ে তর্কের শেষ নেই। অনেকেই বলেন যে, আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে এবং সেটি আপনি সম্পন্ন করতে সক্ষম হন, তবে ফোনেও ফ্রিল্যান্সিং করা সম্ভব। তবে মোবাইল ফোনে ফ্রিল্যান্সিং এর ব্যাপারিটি নির্ভর করে কি ধরনের কাজের কথা বলা হচ্ছে তার উপর। বর্তমানে কমবেশি বেশিরভাগ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিছু সাধারণ উপাদান প্রয়োজন হয়। ফ্রিল্যান্সিং করতে যা যা লাগেঃ কম্পিউটার বা ল্যাপটপ. ইন্টারনেট কানেকশন বা মডেম. কাজের দক্ষতা. কাজে লাগানোর মত সময়. What is the best skill of freelancing? বর্তমান সময়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে ‘ডিজিটাল মার্কেটিং’ এর চাহিদা আকাশচুম্বী বলা যায়।স্বল্প বাজ...