What is freelancing?

 

👉ফ্রিল্যান্সিং কি? – What is Freelancing in Bangla?🌼
ফ্রিল্যান্সিং মানে মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে নিজের মত স্বাধীনভাবে কাজ করা। বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটি দ্বারা কন্ট্রাক্ট-ভিত্তিক কাজকে বোঝানো হয়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তি নিজেই তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোনো একটি সার্ভিস প্রদান করে থাকেন‼
ফিল্যান্সিং করতে কি কি প্রয়োজন?🤔
ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন – এটা নিয়ে তর্কের শেষ নেই। অনেকেই বলেন যে, আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে এবং সেটি আপনি সম্পন্ন করতে সক্ষম হন, তবে ফোনেও ফ্রিল্যান্সিং করা সম্ভব। তবে মোবাইল ফোনে ফ্রিল্যান্সিং এর ব্যাপারিটি নির্ভর করে কি ধরনের কাজের কথা বলা হচ্ছে তার উপর।
বর্তমানে কমবেশি বেশিরভাগ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিছু সাধারণ উপাদান প্রয়োজন হয়। ফ্রিল্যান্সিং করতে যা যা লাগেঃ
👉কম্পিউটার বা ল্যাপটপ.
👉ইন্টারনেট কানেকশন বা মডেম.
👉কাজের দক্ষতা.
👉কাজে লাগানোর মত সময়.
What is the best skill of freelancing?😊
💠🌷বর্তমান সময়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে ‘ডিজিটাল মার্কেটিং’ এর চাহিদা আকাশচুম্বী বলা যায়।স্বল্প বাজেটে ডিজিটাল মার্কেটিং এর সহায়তায় কাস্টমার এনগেইজমেন্ট থেকে শুরু করে সেলস জেনারেশন কার্যক্রম গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটকে পিছনে ফেলে দিয়েছে। ইন্ডিয়াতে ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রায় ৮ লক্ষ চাকরি বিদ্যমান, আমাদের দেশেও এই সংখ্যা নেহাৎ কম নয় ।
🍁 আর এই মার্কেটিং ক্ষেত্রগুলোর মধ্যে ফ্রিল্যান্সিং এর জন্য বহুল প্রচলিত হলোঃ Social Media Marketing(Facebook marketing, Instagram marketing,google marketing,Email marketing)content marketing, Search Engine Marketing, Big Data Analysis, IOT, Artificial Intelligence ইত্যাদি।
🌷স্টার্টআপ বা উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিষ্ঠানকে বাজারে তুলে ধরতে কম খরচে ডিজিটাল মার্কেটারদের খোঁজ করে অনেক প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে ওয়েব প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানকে তুলে ধরতে ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং কর্মীর দিকেই বেশি ঝোঁক দেখা যায়। তাই ফ্রিল্যান্সাররা এ খাতে ভালো করতে পারবেন।
🍁আপওয়ার্ক বা ফাইভার এর মত মার্কেটপ্লেসগুলোতে ফ্রিল্যান্সিং সম্পর্কিত প্রচুর কাজ রয়েছে। তাই বর্তমানে যারা ফ্রিল্যান্সিং এ নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাদের অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখার দিকে ঝুঁকছেন।
🌷সুতরাং এ কথা খুব সহজেই বলা যায় যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত এবং ভবিষ্যতে এর চাহিদা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
🎯ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।কোম্পানির হয়ে কাজ ও করতে পারবেন Digital marketing manager, Digital marketer Executive,SEO Marketer, Content Marketer, Data Analyst হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। এছাড়া নিজের ব্যবসার প্রসার ও প্রচারণার জন্য ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি সহজেই আয়ত্ত করতে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
📳 Mobile:01319478548.
📧 E-mail: contact.muhammadzayedhossain@gmail.com
🧿 আর নিজের দক্ষ্যতা বৃদ্ধির জন্য প্রয়োজন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।আর তার জন্য Mzh-It Institute আছে আপনাদের পাশে।
🔷একটি সুন্দর ক্যারিয়ার গড়ার স্বপ্ন আপনাদের আর তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের।🔷

Comments

Popular posts from this blog

Do you want to learn the best skill of digital marketing?

Do you want to learn digital marketing?